নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : দেশের বিভিন্ন রাজ্যের সরকারি প্রাথমিক স্কুলগুলোতে পাঁচলাখেরও বেশি শিক্ষকের পদ শূণ্য
রয়েছে| এই বিষয়টি নিয়ে এবার বিভিন্ন রাজ্যের সরকারকে চিঠি দেবে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক| বিষয়টি নিয়ে তাড়াতাড়ি ভাবনাচিন্তা করার জন্য রাজ্যগুলোকে অনুরোধ করা হবে বলে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে|
মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, দেশে এমন প্রায় একলাখেরও বেশি স্কুল আছে, যেগুলিতে মাত্র একজন শিক্ষক রয়েছেন| শিক্ষকের পদ ফাঁকা থাকাটা ভাবনার বিষয়| রাজ্যগুলোকে মানবসম্পদ উন্নয়নমন্ত্রক শিক্ষক নিয়োগের জন্য অনুরোধ জানাবে| বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীদের চিঠি লিখবেন বলে জানিয়েছেন প্রকাশ জাভরেকর| শিক্ষামন্ত্রীদের সঙ্গে কনফারেন্সে কথা বলবেন বলেও তিনি জানান|
2016-09-08

