শিলিগুড়ি মহকুমা পরিষদে বিজেপি কর্মীদের ধুন্ধুমার, আহত পুলিশকর্মীরাও

শিলিগুড়ি, ২২ আগস্ট (হি.স.): আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। জেলায় জেলায় মিছিল করে স্বাস্থ্য আধিকারিকের দফতরে যাচ্ছেন কর্মীরা।

শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে ধুন্ধুমার বাধল বৃহস্পতিবার। মহকুমা পরিষদের দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলেন বিজেপি কর্মীরা। তাতে রক্তও ঝরে। আহত হলেন বেশ কয়েক জন পুলিশকর্মীও।

এ দিন বিভিন্ন বাধা উপেক্ষা করে মহকুমা পরিষদের কাছে পৌঁছে যায় বিজেপির মিছিল। সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু লাভ হয়নি। বিজেপি কর্মীরা মহকুমা পরিষদের দরজা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। একাধিক কাচের দরজা ভেঙে ফেলা হয়। তাতেই আহত হন বিজেপি সমর্থকেরা।

অনেকের হাত-পা কাঁচে কেটে যায়। এক জনকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। বিজেপির মিছিলকে দরজার বাইরেই অবশ্য আটকে দেওয়া হয়। এর পর মহকুমা পরিষদের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মী-সমর্থকেরা।

শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল বলেন, ‘‘আর জি করে যা হয়েছে, তার প্রতিবাদে রাজ্য জুড়ে আমাদের স্বাস্থ্য ভবন কর্মসূচি চলছে। সেই অনুযায়ী, আমরা মহকুমা পরিষদে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস ঘেরাও করছি। আমরা শান্তিপূর্ণ ভাবেই মিছিল করছিলাম, পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

আমাদের কর্মীরা ওই ব্যারিকেড ভেঙে দিয়েছে। আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছিল। আমাদের বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন। কিন্তু এ ভাবে আমাদের আন্দোলন দমানো যাবে না। মুখ্যমন্ত্রীকে পদ থেকে না সরানো পর্যন্ত আন্দোলন চলবে।’’