কৈলাশহরে শুরু নৈশকালীন নক আউট ফুটবল টুর্নামেন্ট  

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।প্রথমবারের মতো কৈলাসহরে নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশন। কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও কৈলাসহর পুর পরিষদের সহযোগিতায় ওয়ার্ড ভিত্তিক নৈশকালীন নকআউট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয় সোমবার রাতে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন  ঊনকোটি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অরুন সাহা, সম্পাদক পিন্টু ঘোষ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক সুমন্ত দেব রায়, সভাপতি সন্দীপ দেব রায়, জেলা ক্রীড়া আধিকারিক অমিত যাদব সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার গন। ভারী বৃষ্টিপাতের মধ্যেও ওয়ার্ড ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় খেলোয়াড় থেকে শুরু করে ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় কৈলাসহর পুর পরিষদের ১২ নং ওয়ার্ড ও ১৪ নং ওয়ার্ডের মধ্যে। খেলার প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় জয় সূচক গোল করে ১৪ নং ওয়ার্ড। গোল পরিশোধ করার একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয় ১২ নং ওয়ার্ডের খেলোয়াড়রা। খেলার নির্দিষ্ট সময় শেষে ১-০  গোলে জয়লাভ করে ১৪ নং ওয়ার্ড। কৈলাসহর পুর পরিষদের ১৭ টি ওয়ার্ড রয়েছে। মঙ্গলবার থেকে প্রতি রাতে দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের সুদৃশ্য ট্রফি ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজকরা। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক চেয়ারপার্সন চপলা দেব রায় বলেন, প্রথমবারের মতো ওয়ার্ড ভিত্তিক নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কৈলাসহরে এবং শুধুমাত্র ওই ওয়ার্ড এলাকার খেলোয়াড়রায়  অংশ নেবে এই খেলায়। ওয়ার্ড গুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলোয়ার থেকে শুরু করে ওয়ার্ডের সাধারণ নাগরিকরা উৎসাহিত এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করার জন্য। সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক পিন্টু ঘোষ কৈলাসহরের সমস্ত ক্রীড়া প্রেমী দর্শকদের মাঠে এসে খেলা উপভোগ করার জন্য ও খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আহ্বান রাখেন। তিনি বলেন এধরনের খেলার আয়োজনে ওয়ার্ড এলাকার খেলোয়াড়দের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে।এই টুর্নামেন্টের সাফল্য কামনা করে সংক্ষিপ্ত আলোচনা করেন ঊনকোটি জেলা ক্রীড়া আধিকারিক অমির যাদব। এধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনকে তিনি ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *