নয়াদিল্লী, ১৭ আগস্ট ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি শুক্রবারের বৈঠকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নিউ সিভিল এনক্লেভের উন্নয়নের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-র ১৫৪৯ কোটি টাকার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
প্রস্তাবিত টার্মিনাল বিল্ডিং ৭০ হাজার ৩৯০ বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং ব্যস্ততম সময়ে ৩০০০ যাত্রী থাকার ব্যবস্থা করা হবে। সারা বছরের হিসেবে এক কোটি যাত্রী এখানে থাকাতে পারবে। প্রকল্পের মধ্যে ১০টি এ– ৩২১ ধরনের বিমান রাখার মতো ব্যবস্থা হবে। এরসঙ্গে দুটি ট্যাক্সিওয়ে এবং বহু-স্তরীয় গাড়ি পার্কিং এর ব্যবস্থা হবে। পরিবেশের কথা বিবেচনা করে টার্মিনাল বিল্ডিংটি হবে একটি সবুজ বিল্ডিং, নবায়নযোগ্য শক্তির উত্সগুলিকে একাহ্নে কাজে লাগানো হবে। এছাড়া পরিবেশের ওপর কু-প্রভাব কমাতে বেশি করে প্রাকৃতিক আলোর ব্যবস্থা করা হবে।