নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৬ আগস্ট: আগামী ২৩ শে আগস্ট ষষ্ঠ তফশিলি দিবস। এদিন পূর্ণাঙ্গ তিপ্রা ল্যান্ডের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট মেমোরেন্ডাম প্রদান করা হবে।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন আইপিএফটি নেতৃত্বরা।
নেতৃত্বরা জানান, তিপ্রা জাতির অস্তিত্ব রক্ষার্থে বিগত বছরগুলোর ন্যায় আগামী ২৩শে আগষ্ট, ২০২৪ইং ভারতের রাজধানী দিল্লীর যন্তর-মন্তরে তিপ্রাল্যান্ড দাবী দিবস পালনের মধ্য দিয়ে ভারতের সংবিধানের ২ ও ৩ নং ধারা অনুসারে টিটিএ-এডিসিকে পৃথক পূর্ণাঙ্গ তিপ্রাল্যান্ড রাজ্যে উন্নীতকরণের দাবী জানিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী-র নিকট পুনরায় মেমোরান্ডাম সাবমিট করা হবে।

