হাংঝৌ, ৪ সেপ্টেম্বর (হি.স): জি–২০ সম্মেলনের প্রাক্কালে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে জিনপিংয়ের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবার দুজনের আলোচনায় ওঠে চিন–পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রসঙ্গ ।এন এস জি–তে ভারতের অন্তর্ভুক্তি আটকে দেওয়া নিয়েও মোদী অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ ।
জি–২০ সম্মেলনে যোগ দিতে গতকালই ভিয়েতনাম থেকে চিনের হাংঝৌ শহরে চলে আসেন প্রধানমন্ত্রী। রবিবার সকালে ওয়েস্ট লেক গেস্ট হাউসে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই ওঠে বিতর্কিত বিষয়গুলি।
এদিন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, চিন-ভারত সম্পর্কের প্রকৃত উন্নতি চাইলে ভারতের আপত্তির জায়গাগুলিকে গুরুত্ব দিতে হবে। পাক অধিকৃত কাশ্মীরে চিনা বিনিয়োগে ভারতের তীব্র আপত্তি রয়েছে।প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের অঙ্গ পাক অধিকৃত কাশ্মীরে যেভাবে চিন- পাকিস্তান অর্থনৈতিক করিডোর তৈরি হচ্ছে, তা মেনে নেওয়া দিল্লির পক্ষে সম্ভব নয়।
ভারতের প্রতিবেশী পাকিস্তান সন্ত্রাসের আঁতুড়ঘর। তারা আবার চিনের ঘনিষ্ঠ বন্ধু। তাই পাকিস্তান যাতে সন্ত্রাসের রাস্তা থেকে সরে আসে, সে জন্য তাদের ওপর বেজিংকে চাপ সৃষ্টি করতে হবে। বেজিং সে পথে না হেঁটে যেভাবে পাক জঙ্গি মাসুদ আজহারের ওপর নিষেধাজ্ঞা বসানোর ব্যাপারে রাষ্ট্রপুঞ্জের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তা সমর্থনযোগ্য নয়।এদিনের বৈঠকে ওঠে ভারতের এনএসজি সদস্যপদ আটকে যাওয়ার প্রসঙ্গও ।
জবাবে শি জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতিতে যথেষ্ট পরিশ্রম করেছে চিন। সেই সম্পর্ক যাতে আরও দৃঢ় হয়, সেই লক্ষ্যে কাজ করতে তারা আগ্রহী।
জি-২০ সম্মেলনে শুধু চিন নয়, ব্রিকসের অন্তর্ভুক্ত ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও চিনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদী । অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গেও কথা হয় মোদীর।বৈঠকের ফাঁকে ক্ষণিকের জন্য মুখোমুখি হলেন মার্কিন প্রসিজেন্ট বারাক ওবামারও ।সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে–র সঙ্গে বৈঠক করবেন মোদী।
2016-09-04

