অটোর ধাক্কায় জখম টিএসর জওয়ান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ মন্দির নগরী উদয়পুরে বুধবার রাতে পথ দুর্ঘটনায় আহত ব্যক্তির জিবি ACCIDENTহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ মৃতের নাম দিলীপ দেবনাথ৷ পেশায় শ্রমিক৷ বাড়ি উদয়পুরের মাতাবাড়ি এলাকায়৷ জানা যায়, গতকাল রাত আটটা নাগাদ কাজের শেষে তিনি বাড়িতে ফিরছিলেন৷ একটি দ্রুতগামী যান পথচারী ঐ শ্রমিককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে রাত তিনটা নাগাদ িিজবি হাসপাতালে তার মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদে উদয়পুর মাতাবাড়ি এলাকায় গভীর শোাকের ছায়া নেমে এসেছে৷ রাধাকিশোর থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ তবে খুনী গাড়িটিকে শনাক্ত করা যায়নি৷ উল্লেখ্য, যানবাহনগুলি দ্রুতবেগে চলাচল করে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসন কঠোর কোন ব্যবস্থা নিচ্ছে না৷ সে কারণেই দুর্ঘটনার হার বেড়ে চলেছে৷ বুধবার রাতেও এক শ্রমিককে দ্রুতগামী যানের কবলে পড়ে জীবন দিতে হল৷ প্রতিদিনই কোন না কোন জায়গায় এ ধরনের পথ দুর্ঘটনা ঘটে চলেছে৷ এদিকে, এডি নগর এলাকায় অজিত শুক্লবৈদ্য নামে এক টিএসআর জওয়ানকে বুধবার রাতে একটি আটো ধাক্কা দেয়, তাতে তিনি গরুতর জখম হয়েছেন৷