আগামী ১৪ সেপ্টেম্বর সিঙ্গুরে বিজয় দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস

সিঙ্গুর, ১ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ১৪ সেপ্টেম্বর সিঙ্গুরে বিজয় দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস| ওইদিন সকালে সিঙ্গুরে tmcপ্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| ওইদিন বিকেলে জনসভা করবেন তিনি| সভাস্থল ঠিক করতে এদিন সিঙ্গুরে চারটি জায়গা পরিদর্শন করেন জেলাশাসক সঞ্জয় বনসল, জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরব নাথ|
২০০৬ সালে টাটাদের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল তত্কালীন বাম সরকার| বুধবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বাম আমলে এই জমি অধিগ্রহণ অবৈধ| এরপরই সিঙ্গুরের বাসিন্দারা উচ্ছ্বাসে মেতে ওঠেন| সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ১৪ সেপ্টেম্বর সিঙ্গুরে বিজয় উত্সব পালন করা হবে|
বিজয় উত্সবকে ঘিরে ওইদিন সভাও করবেন মুখ্যমন্ত্রী মমতা| এদিন সকালে সেই সভার জন্য জায়গা দেখতে যান জেলাশাসক, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার| সভার জন্য চারটি জায়গা দেখেন তাঁরা| টাটা প্রোজেক্ট সংলগ্ন এলাকা, লোহাপট্টি এলাকা, তাপসী মালিক বাজার এবং তাপসী মালিক বাজারের উল্টোদিকে একটি স্কুলমাঠ ঘুরে দেখেন| সূত্রের খবর, স্কুলমাঠে সভা হওয়ার সম্ভাবনা প্রবল| এদিকে প্রশাসনিক সভা কোথায় হবে, তাও তাঁরা খতিয়ে দেখেন| এর আগে তিনবার প্রশাসনিক বৈঠক বিডিও অফিসে হয়েছে|