নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: স্কুল জীবন কাটিয়ে ছাত্র-ছাত্রীরা বুধবার থেকে পা রাখল কলেজে। বুধবার ২৪ জুলাই রামঠাকুর, এমবিবি, বিবিএমসি, মহিলা কলেজে আজ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন ছাত্র-ছাত্রীরা পড়াশোনা শুরু করেছে। বুধবার থেকে রাজ্যের ডিগ্রী কলেজগুলিতে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও কার্যত বিশ্ববিদ্যালয়ের ঘোষিত পরীক্ষা কর্মসূচি থাকায় এদিন থেকে ক্লাস শুরু হচ্ছে না। তবে পূর্ব ঘোষণা মত ছাত্র-ছাত্রীরা এদিন কলেজে আসে। ক্লাস শুরু না হলেও প্রফেসর সহ অন্যান্যদের সঙ্গে এদিন ছাত্র-ছাত্রীদের পরিচয় পর্ব শুরু হয়।
ছাত্র-ছাত্রীরা স্কুল জীবন পেরিয়ে কলেজে আসলেই ভেবে থাকে এখন আর তাদের কোন বাধ্যবাধকতা বা তেমন কোন শৃঙ্খলার জালে আবদ্ধ থাকতে হবে না। এ বিষয়ে জানতে চাওয়া হলে কলেজের এক অধ্যাপক জানান বিশেষ করে এমবিবি কলেজে যেসব ছাত্রছাত্রীরা অবাধে যেখানে সেখানে বসে মোবাইল ফোন ব্যবহার করত এক্ষেত্রে এ বছর থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কলেজ চলাকালে ফেসবুক সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র জরুরী ফোন রিসিভ ও জরুরি ফোন করার অনুমতি থাকবে। অধ্যাপক আরও জানান কলেজ জীবন থেকে তারা নিজেদের প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষা পাবে সেটাই কলেজ কর্তৃপক্ষ প্রত্যাশা রাখেন।

