নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: জম্পুইজলার গুরুপদ কলোনি এলাকায় গাড়ি ও বাইকের সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জম্পুইজলার গুরুপদ কলোনি টিএসআর ক্যাম্প সংলগ্ন সড়কে একটি গাড়ি ও পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে। ঘটনা সোমবার দুপুর ১২.৩০ মিনিট নাগাদ। আহতদের উদ্ধার করেন নিয়ে যাওয়া হয় খেরেংবার কমিউনিটি হেলথ সেন্টারে। সেখানে আহত বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়।
সংবাদে প্রকাশ টিআর০৭-ই-০৪৮৮ নাম্বারে গাড়ি নিয়ে চালক রঞ্জন দেববর্মা খুমলুঙ থেকে জম্পুইজলার পথে যাচ্ছিল। অপরদিক থেকে টিআর০৭- এআর – ৫৭১২ নাম্বারের একটি বাইক নিয়ে চালক বেঞ্জামিন দেববর্মা ও বাইক আরোহী সঞ্জীব দেববর্মা খুমলুঙ থেকে জম্পুইজলা আসার পথে গুরুপদ কলোনি টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় বাইকটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে সজোরে ধাক্কা মারে। বাইক গাড়ির সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে যায় চালক বেঞ্জামিন দেববর্মা ও বাইক আরোহী সঞ্জীব দেববর্মা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রাধাপুর থানা পুলিশ। রক্তাক্ত অবস্থায় বাইক চালক সহ বাইক আরোহী ও গাড়ি চালক রঞ্জন দেববর্মাকে উদ্ধার করে খেরেংবর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় পুলিশ। বাইক চালকের অবস্থা আশঙ্কজনক ।

