আগরতলা, ১৫ জুলাই: রহস্যজনকভাবে একই এলাকার জলে তলিয়ে গিয়েছে দুই জনজাতি মহিলা। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, যুবরাজনগর ব্লক এলাকার বালিদুম এডিসি ভিলেজ এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়ন্তী হোলাম এবং খন্তী রিয়াং জুম চাষের জন্য পাহাড়ে জঙ্গল পরিষ্কার করেছিলেন। পরিষ্কার শেষে পুকুরের স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় ওই দুই মহিলা। পরর্বতী সময়ে বাড়ি না ফেরায় ওই দুই মহিলার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেছিল। অনেক খোঁজাখুঁজির পর রাতে এক মহিলাকে জলে ভাসতে দেখতে পেয়েছেন তাঁরা। সাথে সাথে তাদেরকে জল থেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে ধর্মনগর দমকলবাহিনীকে খবর পাঠানো হয়েছে। দমকলকর্মীরা ছুটে গিয়ে তাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। হাসপাতালের চিকিৎসক জয়ন্তী হালোমকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে খুন্তির রিয়াং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কিন্তু কি ভাবে একই সাথে দুই মহিলা জলে তলিয়ে গেল তা এখনো জানা যায় নি। আজ ময়না তদন্তের পর পরিবারের হাতে জয়ন্তী হালামের মৃতদেহ তুলে দেওয়া হয়েছে।