নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ জুলাই: রাস্তা সংস্কার এবং স্ট্রিট লাইটের দাবিতে প্রচন্ড বৃষ্টির মধ্যে কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে এলাকাবাসীরা। ঘটনা কৈলাসহরের পদ্মেরপাড় এলাকায়।
অবরোধ কারীরা জানান যে, দীর্ঘদিন ধরে পদ্মেরপাড় এলাকার রাস্তাটি সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। এই রাস্তা দিয়ে শুধুমাত্র সাধারণ মানুষেরাই নয়, রিক্সা কিংবা ই-রিক্সা এলাকায় প্রবেশ করতে চায় না। এলাকার কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো এম্বুলেন্স এলাকায় আসে না।
এলাকাবাসীদের পক্ষ থেকে বার বার পুর পরিসদকে জানানোর পরও পুর পরিসদের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান অবরোধকারীরা। অবরোধকারীরা আরও বলেন যে, দীর্ঘদিন ধরে পদ্মেরপাড় এলাকায় সন্ধ্যা হয়ে গেলে স্ট্রিট লাইট জ্বলে না। যার ফলে এলাকায় সন্ধ্যা হলেই আতংকের পরিবেশ তৈরি হয়ে যায়।
পদ্মের পাড় এলাকার রাস্তা ছাড়াও কালীপুরের রাস্তা, জীতুরদীঘির পাড়ের রাস্তা এবং পদ্মের দীঘির রাস্তার অবস্থাও দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এসব এলাকার রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে জানান অবরোধ কারীরা।
তাই, এলাকাবাসীরা একত্রিত হয়ে সোমবার পদ্মের পাড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। সোমবার সকাল থেকেই গোটা কৈলাসহর মহকুমা জুড়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে এবং এই বৃষ্টির মধ্যেই এলাকাবাসীরা একত্রিত হয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছে। যদিও পরবর্তী সময়ে ঊর্ধ্বতন আধিকারিকের আশ্বাসে অবরোধ মুক্ত হয় রাস্তা।