BRAKING NEWS

অটো ও ই-রিকশাচালকদের দ্বন্দ্ব, বিপাকে যাত্রীরাবিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৬ জুন: অটো এবং ই – রিক্সা চালকদের দ্বন্দ্ব বিশালগড়ে।  ই – রিক্সা চালকদের প্রতিনিয়ত হেনস্থা করছে অটোচালকেরা। এমনকি অনেক সময় ই- রিক্সা থেকে যাত্রীদেরকেও নামিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বুধবার ই রিক্সা চালকেরা একত্রিত হয়ে ওই ঘটনার স্থায়ী সমাধান চান।

ঘটনার বিবরণে প্রকাশ, যাত্রী নিয়ে বিশালগড় থেকে আগরতলা অথবা আগরতলা থেকে বিশালগড় যাওয়ার পথে অটোচালকদের দ্বারা প্রায়শই হেনস্থার শিকার হতে হচ্ছে ই রিকশাচালকদের। অটো সিন্ডিকেট থেকে জানানো হয় ওই রুটে ই রিকশা চালাতে গেলে তাদের সিন্ডিকেটে নাম নথিভুক্ত করতে হবে। তার জন্য প্রয়োজন হবে দুই- আড়াই হাজার টাকা। এমনই অভিযোগ ই -রিক্সাচালকদের। ই – রিক্সা চালকদের জন্য এটি একটি সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় সিন্ডিকেটের তরফ থেকে ই – রিক্সার যাত্রীদের মাঝ পথে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই সমস্যা সমাধানে দুই পক্ষকে একসঙ্গে বসে এর সমাধান বার করার জন্য আহ্বান করেছেন ই – রিক্সা চালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *