‘ভরতনাট্যম’-এ জাতীয় স্তরের বৃত্তি পেলেন অদ্রিজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় অধীন সিসিআরটি আয়োজিত ২০২৪ সর্বভারতীয় স্তরের স্কলারশিপ পরীক্ষায় ‘ভরতনাট্যম’ – এ বৃত্তি পেলেন অদ্রিজা ভট্টাচার্য। রাজ্যের গর্ব অদ্রিজা, নৃত্য গুরু শ্রীমতী রূপা চৌধূরী র তত্বাবধানে সঙ্গম ডান্স একাডেমী থেকে ভরতনাট্যম এর তালিম গ্রহণ করেছে। অদ্রিজা নৃত্যের পাশাপাশি সংগীত চর্চা গুরু শ্রী অমর ঘোষ, আবৃত্তি গুরু শ্রী প্রনব সাহা ” দক্ষিণী” থেকে গ্রহণ করেছেন। নৃত্যে রাজ্যে ও রাজ্যের বাইরে নৃত্য পরিবেশন করেছেন।

অদ্রিজা ছোটবেলা থেকে নৃত্যের পাশাপাশি অভিনয় ও করেছেন। চলচ্চিত্রে অভিনয়ে তিনি প্রশংসার  পরিচয় দিয়েছেন।  অদ্রিজার বাবা শ্রী শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এবং মাতা শ্রীমতী করবী চক্রবর্তী আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জি বি পি হাসপাতাল এ কর্মরত। আদ্রিজা , হলিক্রস স্কুল, আগরতলার দশম শ্রেণির ছাত্রী। তার এই সাফল্যে আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব, সঙ্গম ডান্স একাডেমী ও হলিক্রস কর্তৃপক্ষ সহ ওর সকল শুভানুধ্যায়ী যুগপৎ আনন্দিত ও গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *