সুষ্ঠু ও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্য  নির্বাচন কমিশনের দারস্থ বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: সামনেই রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম দলের নেতৃত্বরা। এদিন সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন মানিক দে।

তিনি বলেন, সামনেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে শাসকদল বিজেপি হামলা হুজ্জতি সংঘটিত করে বিরোধী দলের কর্মীদের প্রভাবিত করার চেষ্টা করবে বলে, ধারণা করছেন তারা। বাম নেতৃত্ব মানিক দে বলেন, রাজ্যে এখন শান্তির পরিবেশ নেই। শাসক শিবির দ্বারা প্রায়শই আক্রমণের শিকার হচ্ছেন বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনে যাদেরকে প্রার্থী দেওয়া হবে বলে দল ভাবছে তাদের বাড়িঘরে গিয়ে বেশ কিছু জায়গায় তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাম নেতৃত্ব। তাই পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য রাজ্য ইলেকশন কমিশনারের নিকট তিনি দাবি জানিয়েছেন।

পাশাপাশি তিনি রাজ্য নির্বাচন কমিশনারের কাছে আরো বলেন, বিগত নির্বাচনগুলি থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ধারণা করা যাচ্ছে এই নির্বাচনেও ব্লক এলাকা গুলিতে বিভিন্ন রকম সন্ত্রাসের চেষ্টা করবে শাসকদল বিজেপি। তাই সেসব ক্ষেত্রেও যেন নিরাপত্তা সুনিশ্চিত করা যায় তার দাবি জানিয়েছেন বাম নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *