কলকাতা, ২৩ জুন (হি. স.): নিট পরীক্ষায় একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসছে। কংগ্রেস থেকে তৃণমূল, বিরোধী ইন্ডি জোট এই নিয়ে সরব হয়েছে। এবার পাল্টা তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কেন্দ্র সরকার যথাযথ পদক্ষেপ করছে। দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ঠিকই নেওয়া হবে। কোনওরকম রেয়াত করা হবে না। ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। আরও পদক্ষেপ করা হবে। সেই সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেছেন, পশ্চিমবঙ্গের জয়েন্ট পরীক্ষায় হাত দিলে আরও বড় দুর্নীতি বেরোবে।