জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত টিএসআর অষ্টম ব্যাটেলিয়ানের ২৪তম রাইজিং ডে

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ১৯ জুন: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল টিএসআর অষ্টম ব্যাটেলিয়ানের ২৪তম রাইজিং ডে। লংতরাইভ্যালী মহকুমার  লালছড়াস্থিত টিএসআর অষ্টম ব্যাটেলিয়ানের  হেডকোয়াটারে পালিত হয় এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি  আইজিপি কেরী মারাক।

প্রধান অতিথির ভাষনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমারাক বলেন রাজ্যের আইন-শৃঙ্খলা ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে টিএসআর অগ্রনী ভূমিকা নেয়। অষ্টম ব্যাটেলিয়ান টিএসআর বাহিনীর ভুয়সী প্রশংসা করে এই বাহিনীর বিভিন্ন কৃতিত্বের কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন এই ব্যাটেলিয়ান শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষার্থেই নয় সামাজের উন্নয়নমূলক কাজেও তাদের ছাপ রেখেছে। এই অনুষ্ঠানে ১২ জন শহীদ পরিবারের হাতে স্মৃতিচিহ্ন তুলে দিয়ে সম্মান জানানো হয়।  পাশাপাশি অষ্টম ব্যাটেলিয়ান টিএসআর পরিবারের ১২ জন শিক্ষার্থীকে দশম এবং দ্বাদশে ভালো ফল করার জন্য সংবর্ধনা জানানো হয়।  সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির।

এতে মোট ৭১ টিএসআর জওয়ান রক্ত দান করেন।  এছাড়া একজন জোয়ান মরণোত্তর চক্ষু দান করেন এবং একজন জোয়ান মরণোত্তর দেহদান করেন। রাইজিং ডে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার, ৩৩ ব্যাটেলিয়ানের বিএসএফ  কমান্ডেন্ট, ১৫ ব্যাটেলিয়ান টিএসআর কমান্ডেন্ট, অষ্টম ব্যাটেলিয়ান টিএসআর কমান্ডেন্ট সহ টিএসআর জওয়ানদের পরিবার ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *