সিনিয়র রাজ্য প্লেট ক্রিকেটে গন্ডাছড়াকেহারিয়ে জয় ফিরেছে লংতরাই ভ্যালি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় ফিরলো লংতরাই ভ্যালি। প্রথম ম্যাচে আমবাসার কাছে ৬ উইকেটে হেরে পয়েন্ট খোয়ালেও দ্বিতীয় ম্যাচে গন্ডাছড়াকে হারিয়ে এলটিভি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। খেলা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র স্টেট মিট প্লেট বিভাগে বি গ্রুপের। বিলোনিয়ার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে লংতরাইভ্যালি একপ্রকার রোমাঞ্চকর ভাবে নয় রানের ব্যবধানে গন্ডা ছড়াকে পরাজিত করেছে। সকাল ৯ টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে গন্ডাছড়া প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আমন্ত্রণ জানায় লংতরাইভ্যালিকে প্রথমে ব্যাটিংয়ের জন্য। ৩৪.৫ ওভার খেলে লংতরাইভ্যালি সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। ‌ দলের পক্ষে মিঠুন বণিকের ৪৩ রান এবং আরজু দেববর্মার ২৩ রান উল্লেখযোগ্য। গন্ডাছড়ার প্রলয় দাস ১৪ রানে চারটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে গন্ডাছড়ার প্রারম্ভিক ব্যাটসম্যানরা রান সংগ্রহে সফল হলেও পরবর্তী সময়ে উইকেট হারিয়ে শেষ রক্ষায় ব্যর্থ হয়। ৩৬ ওভার খেলে ১২৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। তাপস চাকমা গন্ডাছড়ার পক্ষে সর্বাধিক ৩০ রান পেলেও অন্যরা তেমন সঙ্গ দিতে পারেনি। লংতরাইভ্যালির ঋত্বিক ত্রিপুরা ত্রিশ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে গন্ডা ছড়ার ব্যাটিং গতি রোধ করে এবং প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, কাজল সূত্রধর পেয়েছে তিনটি উইকেট ২৪ রানের বিনিময়ে।