নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): আর মাত্র কিছু দিন পরই আন্তর্জাতিক যোগ দিবস। দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত প্রস্তুতি, আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে প্রতিদিনই বিভিন্ন ধরনের যোগাসনের সুফল তুলে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সোমবার ভদ্রাসনের সুফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী।
সোমবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও আপলোড করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও-তে ভদ্রাসন আসনের সুফল তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, “ভদ্রাসন অনুশীলন জয়েন্টগুলিকে শক্তিশালী করে এবং হাঁটুর ব্যথা কমায়। এই অনুশীলন পেটের সমস্যা দূরে রাখতেও সহায়ক।”