ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আসাম রাইফেলস্ পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। সদর আন্তঃ স্কুল গার্লস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। ফাইনাল খেলায় শনিবার প্রতিপক্ষ তথা গতবারের চ্যাম্পিয়ন প্রনবানন্দ বিদ্যামন্দির কে ৩৯ রানে হারিয়ে এবারের সদর সেরা দলের খেতাব জিতে নিয়েছে। বৃষ্টি এবং প্রতিকূল পরিস্থিতির ভ্রুকুটি ছিল, তৎসত্বেও প্রায় আধঘন্টা অপেক্ষা করে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকাল ৯ঃ১৩ মিনিট নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। ক্রিস্টিনা রেমা, প্রোমিকা হালামরা রান আউটের কারনে ব্যাটিংয়ে আজ তেমন সাফল্য না পেলেও ওপেনার অন্তরা মুহুরীর অপরাজিত ৩৪ রান, অনুষ্কা টুডুর অপরাজিত ২৩ রান এবং দলনেত্রী সুস্মিতা বসাকের ১৫ রান উল্লেখযোগ্য ছিল। তবে অতিরিক্ত খাতে প্রাপ্ত ৫২ রানের সুবাদে দলের স্কোর অনেকটা সমৃদ্ধ হয়েছে বলা চলে। প্রণবানন্দ বিদ্যামন্দিরের সোনাক্ষী নমঃশূদ্র একমাত্র উইকেটটি পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে প্রনবানন্দ বিদ্যামন্দিরের সামনে তেমন চ্যালেঞ্জিং স্কোর না হলেও প্রারম্ভিক ব্যাটার্সরা দ্রুত আউট হয়ে প্যাভেলিয়নে ফিরলে শিবিরে কিছুটা হতাশা তৈরি হয়। ওপেনার অভিজ্ঞা বর্ধন ১৭ রানে ক্রিস্টিনার বলে বোল্ড হতেই খেলার মোর ঘুরে যায়। থার্ড ডাউনে নেমে অভিধা বর্ধন কিছুটা প্রয়াস জারি রাখলেও উপযুক্ত সঙ্গীর অভাবে বেশিদূর এগোতে পারেনি। ৭ উইকেট হারিয়ে 88 রান সংগ্রহ করতেই নির্ধারিত কুড়ি ওভার ফুরিয়ে যায় অভিধা ২৮ রানে অপরাজিত থাকে। অতিরিক্ত হিসেবে ২৮ রান সংগৃহীত হলেও কার্যত তা কাজে আসেনি। অন্তরা, রাজলক্ষ্মী ও ক্রিস্টিনা রেমার বোলিং দাপটে গতবারের সেরা দল প্রণবানন্দ বিদ্যামন্দির কে এবার ফাইনালে হেরে রানার্স ট্রফিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে। রাজলক্ষ্মী ৮ রানে, অন্তরা ১০ রানে এবং ক্রিস্টিনা ১৬ রানে দুটি করে উইকেট পেয়েছে। স্নেহা দেব পেয়েছে একটি উইকেট। তবে ব্যাটে-বলে দুর্দান্ত অর্থাৎ অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে অন্তরা মুহুরী পেয়েছে ফাইনাল খেলায় প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।