চুরিকাণ্ডে এক চোর সহ উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালংকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজধানীর বলদাখাল এলাকায় চুরির ঘটনায় সুজিত দাস নামে এক কুখ্যাত চোরকে আটক করছে পুলিশ। পূর্ব আগরতলা থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে চুরি যাওয়া কিছু সরঞ্জাম।

পূর্ব আগরতলা থানার ওসি জানান, শনিবার চন্দ্রপুর বলদাখাল এলাকার বিজয় সরকার নামে এক ব্যক্তি অভিযোগ জানায় গত ২৮ মে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ৬ জুন বাড়ি ফিরে এসে দেখেন ঘরের জানালা ভাঙা।
ঘরের ভেতর প্রবেশ করে দেখতে পান সমস্ত কিছু উলটপালট হয়ে আছে। তারপর দেখেন স্বর্ণালংকার সহ ২৫ হাজার টাকা নেই। পুলিশ মামলা হাতে নিয়ে এলাকার কুখ্যাত চোর সুজিত দাস নামে একজনকে চন্দ্রপুর থেকে থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে এই চুরির ঘটনার সাথে সে যুক্ত। তার সাথে আরো একজন জড়িত রয়েছে। তারপর তাকে জোর জিজ্ঞাসাবাদের পর পুলিশ স্বর্ণের চেইন এবং কানের দুল উদ্ধার করে। ধৃত চোরের বাড়ি রানীরবাজার বৃদ্ধনগর এলাকায়। তার বিরুদ্ধে আগেও দুটি চুরির মামলা থানায় রয়েছে। ওসি আরো জানান অপর চোরকে আটক করে বাকি সরঞ্জাম উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।