নেশা সামগ্রী বিক্রয়ে বাধা দেওয়ায় ছুরিকাহত যুবক

আগরতলা, ৭ জুন: নেশা সামগ্রী বিক্রয়ে বাধা দেওয়ায় ছুরিকাহত এক যুবক। ওই ঘটনায় গোয়ালা বস্তি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে ওই যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ গোয়ালাবস্তি এলাকায় অটো নিয়ে বিশাল রায় ব্রাউন সুগার বিক্রি করতে এসোছিল। সে গত তিনবছর যাবৎ নেশা সামগ্রী বিক্রি করছে। আজ নেশা সামগ্রী বিক্রয় করতে আসলে সুনীল রায় নামে এক যুবক তাকে বাধা দিয়েছিল। পরবর্তী সময়ে তাঁর পেটে বাবা এসে ছুরি দিয়ে আঘাত করে। তাতে গুরুতর আহত হয়েছে সুনীল রায়।