নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: রবিবার ১৯ জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথের ১৩৪তম তিরোধান দিবস। প্রতিবছরের ন্যায় এ বছরেও রাজধানীর লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। হিন্দু ধর্মপ্রাণ জনগণের ভিড় লক্ষ্য করা যায় এদিন লোকনাথ বাবার আশ্রমে। লোকনাথ আশ্রমে সম্পাদক অমূল্য ভট্টাচার্য জানান শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে গত ১৯ মে আশ্রম প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এছাড়াও ২৬শে মে বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে। মেধাবী দু:স্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠ্য বই বিতরণ করার কর্মসূচি ও হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিন সকাল থেকেই লোকনাথ বাবার আশ্রমে শুরু হয় বিশেষ পূজার্চনা। প্রথমে সকালে লোকনাথ আশ্রমে বাল্যভোগ প্রদান করা হয়। তারপরেই অনুষ্ঠিত হয় বিশেষ পূজার্চনা। অঞ্জলি প্রদান করেন ভক্তরা। দুপুর একটাই বিতরণ শুরু হয় মহা প্রসাদের। এদিন সকাল থেকেই লোকনাথ বাবার আশ্রমে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।
রাজধানীর বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা এদিন আশ্রম প্রাঙ্গনে নিজেদের পসরা সাজিয়ে বসেন।