বরাক উপত্যকায় বন্যা, আকাশপথে কাছাড়ে গেল অতিরিক্ত এনডিআরএফ

যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকার তিন জেলাডিমা হাসাওত্রিপুরামণিপুর এবং মিজোরাম

গুয়াহাটি১ জুন (হি.স.) : বরাক উপত্যকায় বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১ নম্বর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) একটি অতিরিক্ত দল পাঠানো হয়েছে। অতিরিক্ত দলকে আজ শনিবার গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক (এলজিবিআই) বিমানবন্দর থেকে আকাশপথে কাছাড় জেলার কুম্ভিরগ্রাম বিমানবন্দরে এবং সেখান থেকে জেলা সদর শহর শিলচরে নিয়ে যাওয়া হয়েছে।

এই দল ইতিমধ্যে বরাক উপত্যকায় মোতায়িত এনডিআরএফ টিমের সঙ্গে সম্মিলিতভাবে বন্যার্তদের উদ্ধারে নিয়োজিত হবে।

প্রসঙ্গত, এনডিআরএফ বরাবরই বন্যা বা অন্য দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের উদ্ধার ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এনডিআরএফ দক্ষ এবং অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত সব ধরনের পরিস্থিতি পরিচালনা করতে সক্ষম।

এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত ২৭ মে থেকে টানা বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাশাপাশি ডিমা হাসাও এবং কারবি আংলঙে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিমা হাসাওয়ের বুক চিরে ধাবিত পাহাড় লাইনের কয়েকটি স্থান, হাফলং-শিলচর মহাসড়ক, মেঘালয়ের সোনাপুরে ধস পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বরাক উপত্যকার তিন জেলা, ডিমা হাসাও, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম।