নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩১ মে: কমলপুর মহকুমার সিপিআই(এম) অঞ্চল অফিসটিকে বৃহস্পতিবার রাতে আক্রমন সংগঠিত করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সারা দেশের সাথে কমলপুর মহকুমার সর্বত্র সি আই টি ইউ’র ৫৫তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই প্রতিষ্ঠা দিবস সালেমা অঞ্চল অফিসের সম্মুখে ও সুসজ্জিতভাবে পালন করা হয়। এই প্রচারসজ্জা নষ্ট করার পাশাপাশি পার্টি অফিসের দরজা ভেঙে চেয়ার টেবিল ও বিভিন্ন ছবি ভাংচুর করে এবং কয়েকটি চেয়ার নিয়ে যায় দুর্বৃত্তরা।
এই ঘটনার খবর পেয়ে সি পি আই (এম ) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাধাচরণ দেব্বর্মা, সি পি আই (এম ) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, ধলাই জেলা কমিটির সদস্য বদরভোম হালাম, মহকুমা কমিটির সদস্য রাজকুমার দেববর্মা, অঞ্চল নেতৃত্ব প্রনয় দেববর্মা, সুখময় দেববর্মা, ধনচন্দ্র দেববর্মাসহ অন্যান্যরা ক্ষতিগ্রস্হ অফিসটি পরিদর্শন করেন।
এখানে সি পি আই (এম ) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস বলেন ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর এই নিয়ে ছয়বার অফিসটি আক্রান্ত হয়েছে। এই সালেমাতেই ২৬ শে এপ্রিল ভোটের দিন তিনজন পার্টি কর্মী আক্রান্ত হয়। এই ঘটনার জন্য শাসকদলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে সিপিএম নেতৃত্বরা।