নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২২ মে: বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করে এক গৃহবধূ। ঘটনার বিবরনে জানাযায় বুধবার বিকেল ৫ টা ১৫ মিনিট নাগাদ শান্তিরবাজার জেলা হাসপাতালে বিষ পান করা এক গৃহবধূকে নিয়ে আসা হয়। জানাযায় গৃহবধূ শান্তির বাজার মহকুমার মুনসি মগপাড়ার বাসিন্দা রাবাই মগ (২০) রাবার প্রসসিং করার এসিড পান করে আত্মহত্যার চেষ্টা করে বলে জানান চিকিৎসক।
ঘটনার সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন গৃহবধূকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে কি কারণে ওই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।