বানারহাট, ২৪ এপ্রিল (হি. স.) : কেন্দ্রীয় সরকার অধিগৃহীত অ্যান্ড্রু ইউল গ্রুপের বানারহাট ও কারবালা চা বাগানে বকেয়া বেতনের দাবিতে চা বাগানের ম্যানেজারের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখালেন বাগানের কর্মীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।
সূত্রের খবর, প্রায় ২ মাস ধরে এই বাগান দুটির স্টাফ ও সাব-স্টাফরা বেতন পাচ্ছেন না। ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদেরও প্রায় ২ মাস বেতন বকেয়া। সেই দাবিতে এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। অ্যান্ড্রু ইউল গ্রুপের অধীনস্থ চারটি চা বাগান রয়েছে বানারহাট ব্লকে। শ্রমিকদের বকেয়া বেতন দুটি কিস্তিতে মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাগানের বিভিন্ন পদে কর্মরত স্টাফ ও সাব-স্টাফদের বেতন এখনও বকেয়া। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে।