জলপাইগুড়ি, ১৩ এপ্রিল, (হি.স.): এবার বিজেপি-কংগ্রেসকে একই বন্ধনীতে রেখে তাদের তুমুল আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জলপাইগুড়ির সভা থেকে সরাসরি আইএনডিআই জোটের শরিক কংগ্রেসকে নিশানা করে ভয়ঙ্কর অভিযোগ আনলেন তৃণমূলনেত্রী৷ পরিষ্কার বললেন, ‘‘বিজেপি-কংগ্রেস এরা রাতের অন্ধকারে বসে বসে আন্ডারস্ট্যান্ডিং করে। এটা নতুন নয়, পঞ্চায়েত, মিউনিসিপালিটিতে তো দেখেছেন।’’
লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ তৈরি করতেই জন্ম হয়েছিল আইএনডিআই জোটের৷ যার অন্যতম হোতা ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে যেমন দেশের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক দলগুলি ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক তেমনই যোগ দিয়েছিল কংগ্রেস এবং বাম দলগুলি৷
রাহুল গান্ধীর দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার পশ্চিমবঙ্গে আসা নিয়েও জোট শরিক হিসাবে কোনও সহযোগিতা দেখায়নি তৃণমূল৷ বারবারই মমতা বন্দ্যোপাধ্যয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, বঙ্গে কোনও জোট হচ্ছে না৷ এখানে একাই ভোট লড়বে তৃণমূল৷
শনিবার জলপাইগুড়ির ফুলবাড়ির সভামঞ্চ থেকে সরাসরি কংগ্রেস-বিজেপির বিরুদ্ধে গোপন সমঝোতার বিতর্ক উস্কে দিলেন তৃণমূল নেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘আজ বাংলার চৈত্র সংক্রান্তি৷ বিজেপি-র সংক্রান্তি হবে বাংলা থেকেই৷ বিজেপি-কংগ্রেস এরা রাতের অন্ধকারে বসে বসে আন্ডারস্ট্যান্ডিং করে। ’’

