বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, বললেন দেশকে লুটের হাত থেকে বাঁচাবে মোদী

বস্তার, ৮ এপ্রিল (হি.স.): বিরোধীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ছত্তিশগড়ের বস্তারে বিজেপির ”বিজয় সঙ্কল্প শঙ্খনাদ” সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মোদীর কাছে ভারতই তাঁর পরিবার। আমি আমার দেশ ও আমার পরিবারকে লুটপাটের হাত থেকে বাঁচাতে ব্যস্ত। আমি বলছি, দূর্নীতি দূর কর, তাঁরা বলে- দুর্নীতিবাজদের বাঁচাও। মোদীকে যত হুমকিই দেওয়া হোক না কেন, দুর্নীতিবাজদের জেলে যেতেই হবে। এটাই মোদীর গ্যারান্টি।”

প্রধানমন্ত্রী এদিন আনন্দের সঙ্গে বলেছেন, “রাম নবমী আর বেশি দূরে নেই। এ বার অযোধ্যায় আমাদের রামলালা তাঁবুতে নয়, বিশাল মন্দিরে দর্শন দেবেন।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “৫০০ বছর পর এই স্বপ্নপূরণ হয়েছে, আর তাই ভগবান রামের মায়ের জন্মস্থান ছত্তিশগড়ের এত বেশি খুশি হওয়া তো স্বাভাবিকই। কিন্তু রাম মন্দির নির্মাণ নিয়ে কংগ্রেস ও আইএনডিআই জোট খুবই ক্ষুব্ধ। কংগ্রেসের শাহী পরিবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। যে কংগ্রেস নেতারা এই পদক্ষেপকে অনুচিত বলে মনে করেছিলেন তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এতে বোঝাই যায় কংগ্রেস তোষণের যে কোনও সীমা অতিক্রম করতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *