অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলাশাসকদের  ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ:অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু সাধারণ নাগরিক। কয়েকদিন আগের শিলাবৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের অর্থ লুটেপুটে খেতে সচেষ্ট হয়ে উঠেছে একদল স্বার্থান্বেষী ব্যবসায়ী।

এমনই খবর গেছে রাজ্য সরকারের কাছে। আর এবার তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা।

নিজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন  শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের টিনের ছাউনি নষ্ট হয়ে গেছে। তারা টিন কিনতে গেলে দেখা যায় একাংশ অসাধু ব্যবসায়ী টিনের নির্ধারিত মূল্য থেকে বেশি অর্থ নিচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্তক্রমে দ্যা ডিজেস্টার ম্যানেজমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে সরকারবদ্ধ পরিকর। কোন ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্তদের থেকে অতিরিক্ত অর্থলুটার চেষ্টা না করেন।