নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): সিয়াচেনে প্রতিকূল আবহাওয়া, তাই সিয়াচেনের পরিবর্তে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ-তে হোলি উৎসবে সামিল হবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লেহ-তে সশস্ত্র বাহিনীর কর্মীদের সঙ্গে হোলি উদযাপন করবেন। রবিবার সকালেই দিল্লি থেকে সিয়াচেনের উদ্দেশ্যে রওনা হন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
কিন্তু, পরে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, সিয়াচেনে খারাপ আবহাওয়ার কারণে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সফরে পরিবর্তন আনা হয়েছে। এখন তিনি লেহ-তে সশস্ত্র বাহিনীর কর্মীদের সঙ্গে হোলি উদযাপন করবেন।
2024-03-24