আগরতলা, ২১ মার্চ : ২৫ বছর সিপিএমের রাজ্ত্বে হাজারো কংগ্রেস কর্মী খুন হয়েছে, তারা কিভাবে তার প্রায়শ্চিত্ত করবে। আজ মাতাবাড়ি মন্ডলের নির্বাচনী জনসভায় সিপিএমের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে একথা বলেন পশ্চিম লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় মাটিতে আমার জন্ম হয়েছে, তাই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির তৈরী করার জন্য চেষ্টা করেছি। ত্রিপুরেশ্বরী শুধু মাতাবাড়ির মন্দির নয়, এটি ত্রিপুরাবাসীর উন্নয়নের মন্দির। কিন্তু দুঃখের বিষয়, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দর্শনের জন্য রাজ্যে দর্শনার্থীদের আগমন কমিউনিস্টরা কখনো চাইতনা।
তাঁর কথায়, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরায় প্রথম এক্সপ্রেসের নাম ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস করা হয়েছিল। কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার ছিল বলেই তা সম্ভব হয়েছিল। কিন্তু ত্রিপুরায় ২৫ বছর সিপিএমের রাজত্বে ত্রিপুরেশ্বরী মায়েরনামে এই উদ্যোগ নেয়নি।
তাঁর কটাক্ষ, রাজ্যে নির্বাচনের পর ৫ বছর সিপিএমের দেখা মিলত না। তারা শুধু নির্বাচনের সময় জনসম্মুখে আসত। ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে ত্রিপুরায় সিপিএমের জমানা জব্দ হয়েছে। তারা কখনো কল্পনায় করতে পারেনি তাদের অবসান উদয়পুরের জামঝুড়িতে বাস করা ছেলের হাতেই হবে। তারা যাদেরকে প্রতিদ্বন্দ্বি ভাবত লোকসভা নির্বাচনে আজ তাদের সাথেই আঁতাত করেছে।
তাঁর দাবি, ২৫ বছর সিপিএমের রাজ্ত্বে হাজারো কংগ্রেসকর্মী খুন হয়েছে, তারা কিভাবে তার প্রায়শ্চিত্ত করবে। তাছাড়া, লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিপিএমের কাছে কোনো প্রার্থী নেই, তাই তারা কংগ্রেসের সাথে বন্ধুত্ব করে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেছে।
এদিন শ্রী দেব সিপিএমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ৩০ বছর ধরে কংগ্রেস -সিপিএমের সরকার মিলে ত্রিপুরায় মানুষকে বোকা বানিয়ে এসেছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল ত্রিপুরাবাসীকে বোকা বানানো এত সহজ নয়। তাই জনগণ ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে সিপিএমকে উচিত শিক্ষা দিয়েছেন। বিপুল ভোটে রাজ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছেন।

