স্টেশন, বিমানবন্দর থেকে রাজনৈতিক বিজ্ঞাপন সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ২১ মার্চ (হি. স.): বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে অনুমোদনহীন রাজনৈতিক বিজ্ঞাপন সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। পাশাপাশি এবার রেল স্টেশন ও বিমানবন্দরের মতো সরকারি সম্পত্তি থেকেও সমস্ত রাজনৈতিক পোস্টার সরিয়ে ফেলতে কেন্দ্র ও রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে নির্দেশ দিয়েছে কমিশন।

এক চিঠিতে কমিশন বলেছে, দেশের বহু জায়গায় এখনও অনুমোদনহীন রাজনৈতিক বিজ্ঞাপন দেখা যাচ্ছে বলে তাদের কাছে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে। নির্দেশ অমান্য করাকে কমিশন, গুরুতর বিষয় হিসেবে দেখছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, সমস্ত সরকারি সম্পত্তি থেকে অনুমোদনহীন রাজনৈতিক পোস্টার সরানোর নির্দেশ কার্যকর করার জন্য বৃহস্পতিবার বিকেল পাঁচটা অবধি সময় দিয়েছে কমিশন।