আগরতলা, ২০ মার্চ : দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে দুই যুবক। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। আজ আগরতলা পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড অফিস সংলগ্ন এলাকায় ওই দূর্ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজ সকালে টিআর০১একে৬০১৩ নম্বরের বাইকে করে দুইজন যাচ্ছিলেন। ওই সময় আগরতলা পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড অফিস সংলগ্ন এলাকায় অপরদিক থেকে টিআর০১ডাব্লিউ৬০৬০ নম্বরের আসা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। তাতে রাস্তায় ছিটকে পড়ে বাইকে থাকা দুইজন আরোহী। সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে স্হানীয় মানুষ। দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। এইদিকে অপর বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

