ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।। অলিম্পিক শব্দটা থাকবে না। নাগাল্যান্ডে আসন্ন উত্তর-পূর্বের যে বৃহত্তম ক্রীড়াযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে তার নাম হবে নর্থ ইস্ট গেমস। অনিবার্য কারণে নর্থ ইস্ট অলিম্পিক গেমস থেকে অলিম্পিক শব্দ টা বাদ দিতে হচ্ছে। এবার আসা যাক নাম জমার প্রসঙ্গে। ত্রিপুরায় দুই পক্ষ। এক পক্ষের কথা ত্রিপুরা দল অংশ নেবে না, মূল প্রতিযোগিতার নামাকরন পরিবর্তনের প্রেক্ষাপটে। এদিকে সরকারের তরফ থেকে ক্রীড়া নীতি অনুযায়ী রাজ্যের বাইরে যে-কোনোও দল পাঠানোর প্রসঙ্গে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং ক্রীড়া পর্ষদই শেষ কথা বলবে। স্বাভাবিক কারণে যে নামের তালিকা পাঠানো হয়েছে সেটা বৈধ। দুটো বিষয়ের ক্লারিফিকেশন এবং নিশ্চয়তার কথা জানাতে আগরতলায় ছুটে এসেছেন আয়োজকদের তরফে নর্থইস্ট স্পোর্টস গেমসের সেক্রেটারি জন এফ রিসিং এবং অন্যতম কর্মকর্তা বামাঙ্গ তাগো। আজ সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি রাজ্য দলের সঙ্গে দুজন ক্রীড়া সাংবাদিককে অবজার্ভার কাম কাভারেজের জন্য পাঠানোর কথা উল্লেখ রয়েছে। সে অনুযায়ী তাঁরা দলের সঙ্গে দুজন ক্রীড়া সাংবাদিককেও চাইছেন। এদিকে এই নর্থইস্ট গেমসকে ওপেনিং এবং ক্লোজিং অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা এবং যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় কেও আমন্ত্রণ জানিয়েছেন।
2024-03-09