আগরতলা, ৪ মার্চ : পালস্ পোলিও -র সমীক্ষা করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন জনৈক আশা কর্মী বলে অভিযোগ।পরবর্তী সময়ে অভিযুক্তের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জনৈক আশা কর্মী জানিয়েছেন, গত ১৫ ফেব্রুয়ারি রাজীব সাহার বাড়িতে পালস্ পোলিও -র সমীক্ষা করতে গিয়েছিলেন। কিন্তু গতকাল রাতে অভিযুক্ত রাজীব সাহা আশা কর্মীর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগালিজ করতে থাকেন। তিনি ঘর থেকে বেরিয়ে রাজীব সাহাকে অকথ্য ভাষায় গালাগালিজ করার কারণ জিজ্ঞাসা করলে তাঁর উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। সাথে আশা কর্মীর মেয়ের উপরও আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। আজ সকালে এরই প্রতিবাদে থানায় রাজীব সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সাথে অভিযুক্ত রাজীব সাহার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।