নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : কৃষক, যুবসমাজ ও নারী শক্তির ক্ষমতায়নের মাধ্যমেই বিকশিত ছত্তিশগড় গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এখন আমরা ”বিকশিত ছত্তিশগড়”-এর সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছি! বিকশিত ছত্তিশগড়ের ভীত আধুনিক পরিকাঠামো দ্বারা মজবুত হবে। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত, বিকশিত ছত্তিশগড় অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী।
তিনি বলেছেন, “ছত্তিশগড়ের কাছে পরিশ্রমী কৃষক, মেধাবী যুবক এবং প্রকৃতির সম্পদ রয়েছে। উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, ছত্তিশগড়ে আগেও ছিল এবং এখনও আছে। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘদিন যারা দেশ শাসন করেছেন তাদের বড় দূরদৃষ্টি ছিল না।” মোদী বলেছেন, “কংগ্রেস বারবার সরকার গঠন করেছে, কিন্তু ভবিষ্যতের ভারত গড়তে ভুলে গিয়েছে। কারণ তাঁদের মনে শুধু সরকার গঠনই লক্ষ্য ছিল, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তাঁদের এজেন্ডা ছিল না। এখনও কংগ্রেসের অবস্থা ও লক্ষ্য একই। কংগ্রেস স্বজনপ্রীতি, দুর্নীতি ও তোষণের বাইরে চিন্তা করতে পারছে না।”

