নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ ফেব্রুয়ারি: ধর্মনগর তথা ত্রিপুরা রাজ্য তথা ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে দুর্ঘটনা এড়াতে সচেতনতা শিবির চলছে। কেমন করে দুর্ঘটনা হারকে একেবারে কমিয়ে আনা যায়, সেই বিষয়ে চলছে সচেতনতা শিবির। কিন্তু বাস্তবে প্রতিদিন দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়ে চলেছে। কোনো ভাবেই দুর্ঘটনায় হ্রাস টানা সম্ভব হচ্ছে না। এই দুর্ঘটনার শিকার হচ্ছেন নবপ্রজন্ম অর্থাৎ যুবসমাজ।
রাজ্য তথা দেশের সাথে পাল্লা দিয়ে উত্তর জেলাতেও দুর্ঘটনার হার প্রত্যহ বেড়েই চলেছে। বুধবার রাতে কৃষ্ণপুরে যে দুর্ঘটনা হয়। তা কেমন করে হয়েছে কেউই বলতে পারেনা। রাত সাড়ে বারোটা নাগাদ ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর দপ্তরে একটি ফোন আসে যে কৃষ্ণপুরে জোর কালভার্ট এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে আহত দুইজনকে উদ্ধার করেছে।
তাদেরকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে তৎক্ষণাৎ নিয়ে আসা হয়। একজনের নাম সৌরভ নাথ(১৮), বাড়ি চামটিলা এবং অপরজন অভিজিৎ দেবনাথ (২২), বাড়ি দেওছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। দুর্ঘটনা স্থলে তাদের সঙ্গে একটি বাইক ও রাস্তায় পড়েছিল। ধারনা করা যাচ্ছে বাইক দুর্ঘটনায় আহত হয়েছে দুই যুবক। তাদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে।

