বিজেপির বিরুদ্ধে নানা ইস্যুতে আক্রমণ কেজরিওয়ালের, বললেন দেশজুড়ে অনাচার চলছে

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, “আমাদের দেশের অবস্থা এমন যে, সর্বত্রই অনাচার। যিনি মানুষের জন্য স্কুল ও হাসপাতাল তৈরি করেছেন, মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন জেলে। মানুষ দুঃখিত কিন্তু তাঁরা (বিজেপি) আত্মবিশ্বাসী যে তাঁরা ৩৭০টি আসন জিতবে। কিন্ত কিভাবে?”

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “নিশ্চয়ই কিছু ভুল আছে, হয়তো ইভিএম অথবা অন্য কিছু। এত পাপ রয়েছে যে, ভগবান কৃষ্ণ নিজেই হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা কোনও কাকতালীয় ঘটনা ছিল না যে চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ক্যামেরা তাঁদের (বিজেপি) পাপ বন্দী করেছিল… সুপ্রিম কোর্ট যেভাবে রায় দিয়েছে তাতে মনে হচ্ছে ঈশ্বর সিজেআই-এর মাধ্যমে কথা বলছেন। কিছু মানুষ ভোট দিতে যায় না, কারণ তাঁদের মনে হয় ইভিএমে সমস্যা আছে। কিন্তু আমি তাদের কাছে আবেদন জানাতে চাই যে অনুগ্রহ করে ভোট দিতে যান। অন্য সব বিষয় ভগবানের তত্ত্বাবধানে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *