দিল্লিতে রঙের কারখানায় আগুনে মৃত্যু ১১ জনের; আহত ৪, চার ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আনল দমকল

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির নারেলায় একটি রঙের কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে ১১ জন শ্রমিকের। এছাড়াও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে দিল্লির নারেলার আলিপুরের দয়ালপুর মেইন মার্কেটে অবস্থিত একটি রঙের কারখানায়। দমকলের ২২টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আহত ৪ জনকে রাজা হরিশ চন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে দয়ালপুর মার্কেটের একটি রঙের কারখানায় আচমকা আগুন লেগে যায়। বিকেল সাড়ে ৫টা নাগাদ দমকলের কাছে খবর যায়। এর কিছু পরেই দমকলের ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এলাকাটি ঘনবসতি পূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল আরও জানিয়েছে, দু’টি রঙের এবং রাসায়নিক গোডাউনে আগুন লেগেছিল, এই অগ্নিকাণ্ডের ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন। নিহতদের বাবু জগজীবন রাম হাসপাতালে এবং আহত ৪ জনকে রাজা হরিশ চন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। দিল্লি দমকল সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ বলেছেন, “বৃহস্পতিবার বিকেল ৫.২৫ মিনিট নাগাদ আমরা আগুন লাগার খবর পাই, একটি রঙের কারখানায় আগুন লেগেছিল। আমরা ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনে ১১ জন প্রাণ হারিয়েছেন, সবাই শ্রমিক। তল্লাশি অভিযান চলছে, আমরা সন্দেহ করছি আরও ২ জন আটকে পড়েছেন। আগুন লাগার সঠিক কারণ আগুন এখনও জানা যায়নি।”