জনকেন্দ্রিক উন্নয়নে মনোযোগ দিয়ে কৃষির মুনাফা বাড়াতে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : জনকেন্দ্রিক উন্নয়নে মনোযোগ দিয়ে কৃষির মুনাফা বাড়াতে কাজ করছে কেন্দ্রীয় সরকার। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমার সরকার ভারতকে বিশ্বের একটি বড় মহাকাশ শক্তি হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে। মহাকাশ অর্থনীতিতে ভারতের অংশ বাড়ানোরও এটি একটি প্রচেষ্টা। ভারতের মহাকাশ কর্মসূচি সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু নতুন মহাকাশ স্টার্টআপ গঠিত হয়েছে। সেই দিন বেশি দূরে নয় যেদিন ভারতের গগনযান মহাকাশে যাবে।”
বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, “পর্যটন হল এমন একটি ক্ষেত্র যা যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রদান করে। উত্তর-পূর্বাঞ্চলে রেকর্ড সংখ্যক পর্যটক পৌঁছচ্ছে। আন্দামান দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার এই কয়েকদিনের মধ্যে প্রায় ১৩ লক্ষ ভক্ত অযোধ্যা ধাম দর্শন করেছেন।”
কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “কেন্দ্রীয় সরকার আমাদের সীমান্তে আধুনিক পরিকাঠামো নির্মাণ করছে। আমাদের বাহিনী সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদকে উপযুক্ত জবাব দিচ্ছে। অভ্যন্তরীণ শান্তির জন্য আমার সরকারের প্রচেষ্টার অর্থবহ ফলাফল আমাদের সামনে রয়েছে। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তার পরিবেশ রয়েছে। নকশাল হিংসার ঘটনা ব্যাপক হারে কমে গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *