নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর,২৯ জানুয়ারি: গ্রিন ভিউ সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাসহর মাগুরুলী রাজারদিঘীরপার স্কুলে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, কৈলাসহর বিজেপি মন্ডলের সদস্য মাগরুলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের
পঞ্চায়েত সদস্য আব্দুল জসিম গ্রিন ভিউ সামাজিক সংস্থার সভাপতি বিদ্যুৎ দে থেকে শুরু করে আরও অনেকে। আজ বিভিন্ন গরীব দু:স্থ প্রায় ৫৫ জনের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়। গ্রিনভিউ সামাজিক সংস্থা সর্বদা জনসেবায় নিয়োজিত থাকে। বৃক্ষরোপন এবং অসহায়ের লোকেদের সাহায্য করা থেকে শুরু করে একাধিক সমাজিক কাজ করতে দেখা গিয়েছে গ্রিনভিউ সামাজিক সংস্থাকে। গ্রিনভিউ সামাজিক সংস্থার এই ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি গোটা কৈলাসহরবাসী।
2024-01-29

