নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৮ জানুয়ারি: সীমান্তবর্তী গ্রামগুলিতে গরু চুরির ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে আতঙ্ক বাড়ছে। গরু চোরকে গ্রেফতার করা এবং গরু উদ্ধারের দাবিতে রবিবার সাতসকালে সোনামুড়া – কাঠালিয়া সড়ক অবরোধ করল আমজনতা। কাঠালিয়া হাসপাতাল সংলগ্ন মূল সড়কে রাস্তা অবরোধ করে তারা।
জানা যায়, শনিবার রাতে উত্তর মহেশপুর থেকে দুটি গরু চুরি হয়।এর আগেই এই এলাকায় একাধিক বার এই ধরেনের ঘটনা ঘটেছে। শুরু মাত্র এই এলাকাই নয়, গোটা রাজ্য জুড়ে গবাদি পশু চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। তাই গরু চোর ও চুরি যাওয়া গরু উদ্ধারের দাবিতে এলাকাবাসীরা রাস্তা অবরোধে বসে এদিন।
রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাত্রাপুর থানার পুলিশ ছুটে যায়। পুলিশ অবরোধকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ জানায়, তবে অবরোধকারীরা পুলিশের অনুরোধ মানতে নারাজ। স্থানীয়দের দাবি যতক্ষণ পর্যন্ত চুরি যাওয়া গরু সহ চোরকে পুলিশ আটক করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে। কারণ ৫ থেকে ৬ মাস আগেও এভাবে দুটি গরু চুরি হয়ে যায়। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছে না। পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে এবার ক্ষোভে ফুঁসছে গোটা এলাকার সাধারন নাগরিক। শেষ পর্যন্ত প্রশাসনকে নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়ে পথ অবরোধ প্রত্যাহার করেছেন স্থানীয়রা। তবে তাদের দাবি পূরণ না হলে পুনরায় আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন তারা।

