কলকাতা, ২২ জানুয়ারি (হি.স.) : হাড়কাঁপানো ঠান্ডা যেন পিছু ছাড়ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজেই বলেছেন, “কলকাতা যেন দার্জিলিং হয়ে গেছে, এবারে কলকাতায় যা শীত পড়ছে।”
এই ঠান্ডায় জবুথবু হয়ে না থেকে হাঁটাহাঁটি করতে বললেন মুখ্যমন্ত্রী। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর বাংলাদেশ এবং কঙ্কনে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কর্নাটক থেকে মধ্য ভারত পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে। এই অক্ষরেখার প্রভাবে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। নতুন করে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বুধবার। এরই জেরে বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমবঙ্গ।
এল নিনোর বছর বলে এবার গরমের পাল্লাই ভারী থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। গোড়ায় খামখেয়ালি আবহাওয়া টালমাটাল থাকলেও ডিসেম্বরের শেষ থেকে ভ্যাপসা গরমকে ধাক্কা মেরে সরিয়ে হিমশীতল হাওয়া তিলোত্তমাকে প্রায় দখল করে নিল।
জানুয়ারিতে হাড়কাঁপানো ঠান্ডা কলকাতা-সহ জেলায় জেলায়। সোমবার কলকাতায় মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রার তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। বুধবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে।