বীরভূম, ২০ জানুয়ারি (হি.স.): বীরভূম জেলায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মাছ বিক্রেতার। শনিবার সকালে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটির সিএডিসি মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত মৎস্যজীবীর নাম হীরেন মহলদার। তাঁর বাড়ি নলহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জগধারী এলাকায়। শনিবার সকাল ৯টা নাগাদ হীরেন নলহাটি বাজার থেকে মাছ নিয়ে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে সাইকেল চালিয়ে জগধারীর দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পিছন থেকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে সেই লরি তাঁকে চাপা দিযে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার পর এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। পুলিশ ঘাতক লরি এবং চালককে আটক করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

