নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ জানুয়ারি : পৃষ্ঠা প্রমুখদের নিয়ে উত্তর জেলা বিজেপি কার্যালয়ে বৈঠক করলেন পৃষ্ঠা প্রমুখীদের ইনচার্জ সুবল ভৌমিক। শুক্রবার উত্তর জেলা বিজেপি কার্যালয়ে পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সুবল ভৌমিকের নেতৃত্বে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী মলিনা দেবনাথ সহ বিভিন্ন স্তরের পৃষ্ঠা প্রমুখরা। এদিনের বৈঠক সুবল ভৌমিক বলেন, বিজেপি দল এখন বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে মূলত পৃষ্ঠা প্রমুখদের উপর নির্ভর করে। ২৫ বছরের বাম আমল থেকে রাজ্যবাসীকে উদ্ধার করা সম্ভব হয়েছিল পৃষ্ঠা প্রমুখদের একান্ত প্রয়াসে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের দারুদঘাটন করা হবে। ভারতের বৈদেশিক নীতি সারা পৃথিবীকে স্তম্ভিত করে এগিয়ে চলেছে। যখন সারা বিশ্ব যুদ্ধবিধ্বস্ত একটা ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে তখন ভারতবর্ষের বৈদেশিক নীতির দ্বারা সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে।
২০১৪ সালে যখন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন অর্থনৈতিক দিক থেকে ভারত ছিল পৃথিবীর মধ্যে দশম স্থানে আর এখন রয়েছে পঞ্চম স্থানে। পৃষ্ঠা প্রমুখদের উপর নির্ভর করে আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি কেন্দ্রে বিজেপি প্রার্থীরা রেকর্ড ভোটে জয়ী হবে যা পূর্বে কখনো হয়নি বলে দাবি করলেন তিনি।
পৃষ্ঠা প্রমুখদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ইতিমধ্যে খোয়াই এবং আগরতলাতে সম্পন্ন হয়ে গেছে আজ উত্তর জেলাতে অনুষ্ঠিত হয়েছে, তারপর ঊনকোটি জেলাতে হবে বলে জানা গেছে। প্রতিটি জেলাতে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে বৈঠকের পর হবে মন্ডল পর্যায়ের বৈঠক।

