আগরতলা ,১৬ জানুয়ারি : কালীমন্দির থেকে চুরির যাওয়া সামগ্রী সহ আটক এক ব্যক্তি। সোমবার রাতে খোয়াই পহরমুড়া এলাকা থেকে পুলিশ ওই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কিছু দিন আগে খোয়াই শহরে সোনাতলা কালীমন্দির থেকে বিভিন্ন সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ থানায় দায়ের করা হয়েছিল। লিখিত অভিযোগ পেয়ে সাথে সাথে পুলিশ তদন্ত শুরু করেছিল। তদন্তে গতকাল রাতে চুরি যাওয়া জিনিস সহ খোয়াই পহরমুরা এলাকা থেকে রাজু সাঁওতাল নামে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, চুরি করা বিভিন্ন সামগ্রী তাঁরা চুরি করে আগরতলা প্রেরণ করেছেন।