গুয়াহাটি, ৩ জানুয়ারি (হি.স.) : অসমের দেড়গাঁওয়ে বুধবার সকালে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যতে গভীর শোক ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি দ্ৰৌপদা মুর্মু। এছাড়া দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি।
আজ বুধবার সকালে রষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘অসমের গোলাঘাটে সড়ক দুর্ঘটনায় বহুজনের আকস্মিক মৃত্যুর খবর মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
প্ৰসঙ্গত, এর আগে দেড়গাঁওয়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যতে গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় নিহতদের নিকট-আত্মীয়দের ২ লক্ষ এবং আহতদের জন্য ৫০ হজার টাকা এককালীন সাহায্য প্ৰদান করা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।