কংগ্রেসের বিরুদ্ধে তোপ প্রহ্লাদ জোশীর, কেন্দ্রীয় মন্ত্রী বললেন তাঁরা এখন বিচলিত ও চিন্তিত

বিজয়পুরা, ২ জানুয়ারি (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশী। কংগ্রেস রাম মন্দিরের বিরোধিতা করেছিল বলে অভিযোগ এনে, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, কংগ্রেস এখন বিচলিত ও চিন্তিত। এদিন কর্ণাটকের বিজয়পুরায় সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশী।

তিনি বলেছেন, “কংগ্রেস দল দেশ ও রাজ্যে (কর্ণাটক) বিভ্রান্ত। কংগ্রেস রাম মন্দির চায়নি। তাঁরা এখন বিচলিত ও চিন্তিত। তাঁরা রাম মন্দিরের বিরোধিতা করেছিল।” উল্লেখ্য, অযোধ্যায় শ্রীরাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া নিয়ে দ্বিধায় রয়েছে কংগ্রেস শিবির।