সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে জুটমিলকে হারিয়ে এগিয়ে চলো জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।। দুর্দান্ত ব্যাটিং ময়ুক চৌধুরীর। সঙ্গ দিলো শঙ্খদীপ, অর্নব, অর্চিতরা। সুবাদে কুপোকাত জুটমিল প্লে সেন্টার। ১৩ ক্রিকেটে ডক্টর বি আর আম্বেদকর মাঠে শুক্রবার এগিয়ে চলো সংঘের মুখোমুখি হয় জুটমিল প্লে সেন্টার। ম্যাচে এগিয়ে চলো শিবির ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিলো জুটমিল পিসিকে। প্রথমে ব্যাট করে এগিয়ে চলো সংঘ ৪০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২১৩ রান। ব্যাটে দলের হয়ে ময়ুক চৌধুরী সর্বাধিক ৮৯ রান করে। এছাড়া শঙ্খদীপ অপরাজিত ৩৫, অর্নব দেববর্মা ২৬, অর্চিত ভৌমিক ২৪, চন্দ্রশান্ত গোস্বামী ১০ রানে নট আউট থাকে। বলে জুটমিলের পক্ষে সৌম্যদীপ চক্রবর্তী তিনটি এবং একটি করে উইকেট নেয় শানুক নন্দী ও সৌম্যজিত মজুমদাররা। জয়ের জন্য জুটমিলের সামনে টার্গেট দাঁড়ায় ২১৪ রানের। যাকে তাড়া করতে নেমে দল বহু কষ্টে ৩০.৩ ওভার খেললে ও স্কোরবোর্ডে মাত্র ৩৪ রানই করতে সক্ষম হয়। দলের হয়ে একমাত্র প্রদুৎ সরকারই ২০ রান করে। এছাড়া আর একজন ব্যাটসম্যান ও ভরসা যোগাতে পারেনি। সুবাদে পরাজয় হজম করেই মাঠ ছাড়তে হলো দলকে। বিজয়ী দলের হয়ে দুটি করে উইকেট নেয় শঙ্খদীপ দাস, ময়ুক চৌধুরী, চন্দ্রশান্ত গোস্বামী ও দিগ্বিজয় মজুমদাররা।